English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১৪:০২

বগুড়ায় কিশোরের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক
বগুড়ায় কিশোরের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ

সীমানা প্রাচীর নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে প্রতিবেশী কিশোরের ধাক্কায় তালেবুজ্জামান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আদর্শ পাড়ায় ধাক্কাধাক্কির এ ঘটনা ঘটে। এসয়ম পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মুক্তিযোদ্ধা তালেবুজ্জামান শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আদর্শপাড়ার বাসিন্দা ও নৌবাহিনীর সাবেক সদস্য। এঘটনায় অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত (১৬) নামে ওই কিশোরকে শাজাহানপুর থানা পুলিশ হেফাজতে নিয়েছে। সে একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। 

নিহতের মেয়ে ফারহানা জামান ও স্বজনরা জানান, রবিবার বিকেলে প্রতিবেশী শফিকুল ইসলামের পরিবারের সাথে সীমানা প্রাচীর নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার সময় নিহতের মেয়েদের মারার জন্য অভিযুক্ত রিফাত ও তার বাবা শফিকুল ইসলাম হাতে বাঁশ নিয়ে মারতে আসে। এসময় মেয়েদের বাঁচাতে মুক্তিযোদ্ধা তালেবুজ্জামান এগিয়ে আসে। এর একপর্যায়ে রিফাত ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় আহত অবস্থায় তালেবুজ্জামানকে স্থানীয়দের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছি। অভিযুক্ত কিশোরকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।