English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১৩:৪৬

সমুদ্র সৈকতে নিখোঁজ, শৈবাল পয়েন্টে মিলল লাশ

অনলাইন ডেস্ক
সমুদ্র সৈকতে নিখোঁজ, শৈবাল পয়েন্টে মিলল লাশ

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বরে খেলতে গিয়ে সাগরে নিখোঁজ হওয়া ইসরার হাসনাইনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে শৈবাল পয়েন্টে তার মরদেহ ভেসে আসে। পরে তাকে উদ্ধার করা হয়।

ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং শহরের গোলদিঘীর পাড়া এলাকার আমান উল্লাহ’র ছেলে।

এর আগে রবিবার (২৭ জুন) সকাল ৮ টার দিকে নিখোঁজ হয় এই কিশোর।

বিষয়টি নিশ্চিত করে সৈকতের পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুব বলেন, রবিবার সকালে ইসরারসহ ১৪ জন বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে আসে। এক পর্যায়ে ইসরারসহ দুই বন্ধু পানিতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। পরে লাইভ গার্ডকর্মী ও অন্য বন্ধুরা একজনকে উদ্ধার করতে পারলেও ইসরারকে উদ্ধার করতে পারেনি।

আজ সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সাগরতীর শৈবাল পয়েন্টে ভেসে আসলে তার মরদেহ উদ্ধার করা হয়।