English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১২:৫৪

পাটখেত থেকে নরীর লাশ উদ্ধার: গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
পাটখেত থেকে নরীর লাশ উদ্ধার: গ্রেপ্তার ২

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর গ্রামে এক নারীকে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বিধান চন্দ্র বর্মণ (২৬) ও সুকুমার চন্দ্র বর্মণ (২১)। তারা দুজনই পেশায় কাঠমিস্ত্রি। সোমবার (২৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, গতকাল পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সম্পর্কিত খবরওসি জানান, গত ২৪ জুন বিকেলে সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারী এলাকার পাটখেত থেকে দেলোয়ার হোসেনের মেয়ে জেলেখা বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত নারীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার করেন। মামলাটি তদন্তের সময় জেলেখার ব্যবহৃত মোবাইল নাম্বারের সিডিআর পর্যালোচনা করে সদর উপজেলার তিস্তা পাঙ্গাটারী গ্রামের দুই কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, বিধান চন্দ্র জেলেখার মাথায় লাঠি দিয়ে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিধান চন্দ্র তার সহকর্মী সুকুমার চন্দ্র বর্মণের সহযোগিতা নিয়ে বাড়ি থেকে দুরে একটি পাটখেতে মরদেহটি ফেলে রাখেন। আসামিরা দোষ স্বীকার করায় আদালত ২৭ জুন ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মামলাটির তদন্ত চলছে।