English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১২:৫২

চুয়াডাঙ্গায় কিশোর গ্যাং-এর ৯ সদস্য আটক

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় কিশোর গ্যাং-এর ৯ সদস্য আটক

চুয়াডাঙ্গায় মোবাইল নিয়ে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল (২৭ জুন) রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৯ সদস্যকে চাপাতিসহ আটক করেছে।

আহত ইমন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে। সে ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ইমনের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরেই ইমন ও তার বন্ধুদের মধ্যে মোবাইল সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল।

তার বাবা আতিয়ার রহমানের অভিযোগ, গত শনিবার (২৬ জুন) ইমনের বন্ধুরা সদর হাসপাতাল সড়কে তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। সদর থানা পুলিশের সহযোগিতায় ওইদিনই দুইপক্ষের মীমাংসা হয়। কিন্তু রোববার (২৭ জুন) সুমনকে একা পেয়ে তার বন্ধু সবুজ হোসেন ও শিশির আলী তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা: এহসানুল হক তন্ময় বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম করা হয়েছে। তার কোমরে, ডান পায়ে ও মাথায় ক্ষত তৈরি হয়েছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘এর আগে তাদের মধ্যে যে বিরোধ ছিল তা মীমাংসা করে দেয়া হয়েছিল। পরে একা পেয়ে ইমনকে কুপিয়ে গুরুতর আহত করে।

এঘটনায় জড়িত কিশোর গ্যাং এর ৯ সদস্যকে চাপাতিসহ রাতেই আটক করা হয়েছে।