English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১২:৪১

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর সঙ্গে সংসার করবে না জানিয়ে ডিভোর্স লেটার পাঠানোর জেরে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পেটের নাড়িভুঁড়ি বের করে ফেলেছেন পাষণ্ড স্বামী। এ ঘটনায় স্বামী পালিয়ে যান। স্ত্রী গুরুতর আহত পিয়ারু বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। আজ (২৮ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারু বেগম মারা যায়।

রবিবার (২৭ জুন) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

পিয়ারু বেগমের (৪০) সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয় সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার ওমর শরীফের। তাদের সংসারে ছয় ও চার বছর বয়সী দুই কন্যা সন্তান আছে। কিন্তু বেশ কিছুদিন ধরে নানান কারণে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় আলাদা বসবাস করছিলেন। সম্প্রতি স্ত্রী পিয়ারু বেগম স্বামী ওমর শরীফকে ডিভোর্স লেটার পাঠান। পেয়ারু বেগম স্বামীর সাথে আর সংসার করবেন বলে জানিয়ে দেন এতে স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। নিহতের স্বামী ওমর শরীফ গতকাল রাতেই আত্নহত্যা করতে চেষ্টা করেন। ওমর শরীফ নিজেই নিজের পেটের ভিতর ছুরি দিয়ে আঘাত করে ও বিষ পানে চেষ্টা করে ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন, এ ঘটনায় পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। । অভিযুক্ত ওমর শরীফ বতর্মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটিতে আছে। সে সুস্থ হলে তাকে গ্রেপ্তার করা হবে।