English Version
আপডেট : ২৭ জুন, ২০২১ ১৬:০৬

ময়মনসিংহ মেডিকেলে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ময়মনসিংহ মেডিকেলে ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই করোনা রোগী ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ফিরোজা বেগম (৬৮) ও একই জেলার ধোবাউড়া উপজেলার আইরিন (১৪)।করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন, গৌরীপুরের জমিলা খাতুন (৫৬), সদরের জামিলা (৭৫), শাহিনা (৩৮), মুক্তাগাছার হাবিবুর (৮৫), শেরপুরের নুরুল হক (৭০) ও রানী (৫০), টাঙ্গাইলের সাহাদাত (৫২) ও নজরুল ইসলাম (৭৫)।

শনিবার (২৬ জুন) থেকে সকাল ৮ থেকে রবিবার (২৭ জুন) সকাল ৮ টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।তিনি বলেন, আইসিইউতে ৩ জন ও বাকী ৭ জন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাব ও হাসপাতালে এন্টিজেন টেস্টে মোট ৪৬৭টি নমুনা পরীক্ষা করে ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৬২ শতাংশ।