English Version
আপডেট : ২৭ জুন, ২০২১ ১৩:৫২

সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গেল কিশোর

অনলাইন ডেস্ক
সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গেল কিশোর

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে দুই কিশোর। একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলেও নিখোঁজ রয়েছে আরও এক কিশোর।

রবিবার (২৭ জুন) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান। তিনি জানান, নিখোঁজ অপরজনকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, নিখোঁজ কিশোরের নাম ইশরার আবরার (১৬) বলে জানা গেছে। সকাল থেকে তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি আমরা।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম খান জানান, ইশরার আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আরেক সহপাঠীর সাথে সকালে কবিতা চত্বরের পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় তারা।