English Version
আপডেট : ২৭ জুন, ২০২১ ১৩:৫০

সাভারে কার্ভাড ভ্যান ধাক্কায় বাসের হেলপার নিহত, আহত ১০

অনলাইন ডেস্ক
সাভারে কার্ভাড ভ্যান ধাক্কায় বাসের হেলপার নিহত, আহত ১০

মোঃ শাকিল শেখ, সাভার (ঢাকা) থেকে: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্রুতগামী কার্ভাড ভ্যানে ধাক্কায় যাত্রীবাহি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ যাত্রী। খবর পেয়ে হতাহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে সাভার হাইওয়ে থানা।

রোববার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী মৌমিতা পরিবহনের বাসটিকে পিছনে থাকা কার্ভাড ভ্যান ধাক্কা দেয় এসময় মহাসড়কে বাসটি উল্টে গিয়ে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় বাস ও কার্ভাড ভ্যান জব্দ করা হলেও চালকরা পালিয়ে গেছে। আহতের উদ্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।