English Version
আপডেট : ২৭ জুন, ২০২১ ১০:৩৩

টেকনাফে পুলিশি অভিযানে ১৭ আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
টেকনাফে পুলিশি অভিযানে ১৭ আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত দুইদিনে টেকনাফ উপজালার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানা এলাকার ১৫টি জিআর বডি ওয়ারেন্ট এবং ২টি সিআর বডি ওয়ারেন্টসহ মোট ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সগির আহমদ (৫২), রুবেল, মোঃ ইব্রাহীম (২৩), আবদুল মজিদ, আব্দুল করিম, শাহজাহান (৩০), আব্দুস সালাম ( ৩৫), বাবুল মিয়া (৪১), হাফিজুল্লাহ (৩০), সিদ্দিক আহমেদ, মনোয়ারা বেগম (৩৯), মোঃ জসিম উদ্দিন (৩৬), আয়াত উল্লাহ, আবদুল করিম (৬৫)কে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।