English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১২:৪২

নেত্রকোনায় জুয়া খেলার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ আটক ৩

অনলাইন ডেস্ক
নেত্রকোনায় জুয়া খেলার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ আটক ৩

নেত্রকোনায় প্রভাবশালী জুয়াড়ি ডন হিসেবে খ্যাত সদর উপজেলার মেদনী ৭০ নং ইউপি সদস্য হাবলু মেম্বারকে আটক করে আদালতে প্রেরণ করেছে মডেল থানার পুলিশ। আটক হাবলু মেম্বার সদর উপজেলার মেদনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য সৈয়দ পুর গ্রামের আবিল মিয়ার পুত্র এবং বর্তমান ইউপি সদস্য। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এই হাবলু মেম্বার জেলা শহরের এখন জুয়ার ডন হিসেবে পরিচিত। আইনশৃ্খংলা, চুরি, ডাকাতি রোধকল্পে পুলিশের মাদক জুয়া নির্মূল অভিযানের অংশ হিসেবে জেলা সদরের মেদনি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের সম্পন্ন করে গতকাল শুক্রবার (২৫ জুন) বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে, গোপন সংবাদের খবরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। গত বুধবার রাতে অভিযানে জনৈক নজরুল ইসলামের উঁচু ভিটিতে জুয়া খেলছিল ২০ থেকে ২৫ জন জুয়াড়ি। সেখানে হানা দিলে পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়। এসময় মূল জুয়া পরিচালনাকারীসহ অন্যরা পালিয়ে যায়। পরবর্তীতে আটকদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে আবারো অভিযান চালিয়ে জুয়ার মূল হোতা হাবলু মেম্বারকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, জুয়া ও মাদকের ব্যাপারে পুলিশের অবস্থান কঠোর। যতবড় প্রভাবশালীই থাকুক না কেন জুয়াড়ি, মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের প্রশ্রয়দাতাদের কোন ছাড় নেই। মাদক ও জুয়া বিরোধী বিশেষ  অভিযান অব্যাহত থাকবে।এ ব্যাপারে মেদনী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান খান নোমান বলেন, দীর্ঘদিন ধরেই আটককৃত মেম্বারের নামে জুয়া ও মাদক সম্পৃক্ততার কথা অনেকেই বলেছে আমাকে। তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করার পরও এসব অনৈতিক কাজ থামানো যায়নি। স্থানীয় লোকদের সহযোগিতায় আমার ইউনিয়নে প্রত্যন্ত গ্রামে জুয়ার আখড়া গড়ে তুলেছিল। যার ফলে জেলা শহরসহ এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গিয়েছে অস্বাভাবিকভাবে।