English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১২:৩৫

নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন, হেঁটে রাজধানীতে ঢুকছে মানুষ

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন, হেঁটে রাজধানীতে ঢুকছে মানুষ

নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর হলেও তা মানছে না সাধারণ মানুষ। বিনা প্রয়োজনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে বাইরে অবাধে চলাচল করতে দেখা গেছে। 

আজ সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ঢাকাগামী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে। এতে অনেকেই হেঁটে রাজধানীর দিকে রওনা হয়েছেন।  নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (এডমিন) কামরুল ইসলাম বেগ জানান, ‘লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। চালক ও হেলপাররা বাস নিয়ে বের হলেই মামলা দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ২২ জুন থেকে ঢাকার সাত জেলায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়।