English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১২:১৪

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী পরিবহণ বন্ধ

অনলাইন ডেস্ক
ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী পরিবহণ বন্ধ

মানিকগঞ্জে সাতদিনের লকডাউনে পঞ্চম দিনেও ঢাকা-আরিচা মহাসড়কে কোন যাত্রীবাহী পরিবহণ চলাচল করেনি। তবে পণ্যবাহী ট্রাকসহ প্রাইভেটকার, মোটর সাইকেল, ভ্যান, রিক্সা হ্যালোবাইক ছোট যানবাহন চলাচল করছে। 

এছাড়াও হেমায়েতপুর, সিংগাইর, মানিকগঞ্জ আঞ্চলিক সড়কেও কোন ধরনের যাত্রীবাহী পরিবহণ চলাচল করেনি। এ দুটি সড়কে এবং গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ লকডাউন বাস্তবায়ন করতে কাজ করছে। তবে যাত্রীবাহী পরিবহণ ছাড়া অন্যান্য যানবাহন বিভিন্ন অজুহাতে রাস্তা ও অলি-গলিতে চলাচল করছে। মূল রাস্তায় লোকজনের ভিড় কম থাকলেও শহরের অলিগলি ও গ্রামঅঞ্চলের বাজার এলাকায় লোকজনের ভিড় দেখা যায়। 

কঠোর বিধি নিষেধের কারণে শহরের বড়বড় মার্কেট ও বিপণি-বিতানগুলো বন্ধ রয়েছে। তবে ছোট ছোট দোকানপাঠ খোলা রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ-রুটে জরুরী কাজে ব্যবহৃত যানবাহন পারাপার করা হচ্ছে। তবে এই দুই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।