English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১১:৫৮

সেতুমন্ত্রীসহ ডিসি এসপির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কাদের মির্জার

অনলাইন ডেস্ক
সেতুমন্ত্রীসহ ডিসি এসপির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কাদের মির্জার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। একইসাথে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) জনপ্রতিনিধি ও প্রশাসনের ১১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২৬ জুন) সকাল ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সম্পর্কিত খবরনিজের অপরাধ আড়াল করতেই মামলা করেছেন নুসরাতসিনহা হত্যা মামলার পলাতক আসামি এএসআই সাগরের আত্মসমর্পণআ.লীগ নেতাকে হত্যাচেষ্টা: ২৩৪ জনের নামে মামলা!কাদের মির্জার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নম্বরে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নম্বরে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নম্বরে একরাম চৌধুরী, চার নম্বরে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ছয় নম্বরে নোয়াখালী ডিসি, সাত নম্বরে নোয়াখালীর এসপি, আট নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, নয় নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নম্বরে কোম্পানীগঞ্জের uno, এগারো নম্বরে কোম্পানীগঞ্জের এসিল্যন্ডকে আসামি করা হবে তারপরে অন্যান্যদেরকে।’

এ বিষয়ে জানতে চেয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার মোবাইল ফোনে একাধিক কল করা হলেও ব্যস্ত পাওয়া যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।

স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় সম্প্রতি দুটি সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কাদের মির্জা। পদত্যাগের ৪৫ দিনের মাথায় ১৬ মে তিনি আবার দলে ফিরে আসেন।