English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১১:৩২

চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৪০

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৪০

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইবাবগঞ্জের ৪ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে আরটিপিসিআর ল্যাব ও র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৩০৩জনের জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় মোট গড় শনাক্তের হার ১৩.২০ শতাংশ। 

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের মৃত্যু হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৩ জন রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৩৯০৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে এবং ২৪৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১২৩ জন।