English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১১:০৪

লালমনিরহাট পৌর এলাকায় চলছে সর্বাত্মক লকডাউন

অনলাইন ডেস্ক
লালমনিরহাট পৌর এলাকায় চলছে সর্বাত্মক লকডাউন

লালমনিরহাট পৌর এলাকায় করোনা শনাক্তের হার আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় শনিবার থেকে শুরু হয়েছে ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন।

লকডাউন বাস্তবায়নে সকাল থেকে মাঠে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। 

লকডাউন বিধি না মানায় সকালে শহরের মিশন মোড়ে ১০ জনকে বিভিন্নভাবে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। জেলা প্রশাসক আবু জাফর জানান, জেলায় এ পর্যন্ত ১৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১ জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এ কারণেই পৌর এলাকায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। তিনি পৌর এলাকায় মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বেশি বেশি করে নমুনা পরীক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান।