English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৬:৫৯

নারায়ণগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ২২ মামলা ৪০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ২২ মামলা ৪০ হাজার টাকা জরিমানা

মহামারী করোনা ভাইরাসের ডেল্টা সংক্রমণ রোধে সদ্য ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে নারায়ণগঞ্জে প্রবেশ ও নারায়ণগঞ্জ থেকে বর্হিগমন ঠেকাতে পুনরায় প্রায় সাড়ে ৬ শর মত গণপরিবহনকে ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন যানসহ লকডাউন অমান্যকারীদের করা হয়েছে জরিমানা ও সতর্কবার্ত জারি রাখা হয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের ২০ টি মোবাইল কোর্ট ও পুলিশ প্রশাসনের প্রায় ৩০ টি টিম গুরুত্বপূর্ণ সড়কে কাজ করছে। এছাড়া শহর শহরতলীর বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে আইন ভঙ্গ করায় ২০ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ২২ টি মামলা ও প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে জেলা শহরজুড়ে মানুষের আনাগোনা ও রিকশা চলছে দেদারছে।

দেখা যায়, সাইনবোর্ড, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, ভুলতা, মেঘনা ঘাট, কাঁচপুর আড়াইহাজার মদনগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসনের মোবাইল টিম ও পুলিশের টিম কঠোর অবস্থান নিয়েছে। সেখানে ঢাকা থেকে ও বিভিন্ন জেলা থেকে আগত প্রাইভেটকার, মাইক্রোবাস ও গণপরিবহনে করে আসা যাত্রীদের লকডাউনে বের হওয়ার কারণ নির্ণয় করা হচ্ছে এবং তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। বিকাল পর্যন্ত প্রায় সহস্রাধিক নারায়ণগঞ্জমুখী ও ঢাকামুখী যানবাহন ফিরিয়ে দিয়েছেন লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন।এছাড়া নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার পঞ্চবটি, পাগলা-পোস্তগোলা, মুন্সীগঞ্জের মোক্তারপুর ও আদমজী সড়কে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের ব্যারিকেড পোস্ট। সেখানে মানুষের চলাচলের কারণ জিজ্ঞসা করে বাড়ি ফিরিয়ে দেয়া হচ্ছে। 

বিষয়টি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এডিএম রাহিমা আক্তার বৃহস্পতিবার বিকালে জানান, লকডাউনের তৃতীয় দিনে সাইবোর্ড এলাকায় অন্তত সাড়ে ৬ শ' যানকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে বা বের হতে দেয়া হয়নি। আমাদের দিনে রাতে মিলিয়ে মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটেরে নেতৃত্বে ২০ টি পয়েন্টে মোবাইল টিম কাজ করছে। একই সাথে পুলিশের টিম রয়েছে। বিভিন্ন আইন অমান্য করায় ২০ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ টি মামলা করেছি। এর মধ্যে কিছু যানবাহন রয়েছে এবং পথচারী। ওই সময় ওই সব মামলায় প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।