English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৬:০২

কোম্পানীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
কোম্পানীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশান্ত সুভাষ চন্দ (৪৪) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় তার দুই ছেলে, স্ত্রী ও মাকেও আহত করেছে তারা।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের হারান কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সম্পর্কিত খবরকোম্পানীগঞ্জে ফের আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিশ্রীলঙ্কায় নারী সাংবাদিকদের যৌন হয়রানির অভিযোগঅনুসন্ধানী সাংবাদিকতাকে শত্রু মনে করে সরকারের একাংশ: টিআইবিআহত সাংবাদিককে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

সুভাষ ওই এলাকার মৃত স্বপন কুমার চন্দের ছেলে। তিনি ‘চলমান সময় ডটকম’র প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ সমাচারের স্থানীয় প্রতিনিধি। তিনি কোম্পানীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রশান্ত সুভাষ জানান, কাদের মির্জার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তার অনুসারী কেচ্ছা রাসেল, মানিক, টুটুল, খানসাব, পিচ্চি মাসুদের নেতৃত্বে তার বাড়িতে এ হামলা চালানো হয়েছে।

এসময় সুভাষে মা বেবী চন্দ্র চন্দ (৬৫), স্ত্রী অনিমা চন্দ্র চন্দ (৪০), ছেলে রঞ্জু (১৮) ও জিতুকেও (১২) আহত এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।