English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১২:৪৬

চুয়াডাঙ্গায় করোনার নতুন রেকর্ড, শনাক্তের হার শতভাগ

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় করোনার নতুন রেকর্ড, শনাক্তের হার শতভাগ

চুয়াডাঙ্গা জেলায় ভীতিকর অবস্থায় রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। চলতি মাসের শুরু থেকেই চুয়াডাঙ্গায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। করোনা ইউনিটে প্রতিদিন ভর্তির তালিকাও কম নয়। গত রাতেও ভয়ংকর তথ্য দিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।

গতকাল বুধবার (২৩ জুন) শনাক্তের হার ছিল ৯২ দশমিক ৭৫ শতাংশ যা গত ২৪ ঘন্টায় বেড়ে দাড়িয়েছে শতভাগে। ৪১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনই করোনা আক্রান্ত হয়েছেন।

শতভাগ শনাক্তের হার শুধু চুয়াডাঙ্গাতেই নয়, সারাদেশেই রেকর্ড। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৭ জন আর মৃত্যু হয়েছে ৯১ জনের।

এদিকে জেলার দুই সীমান্তবর্তী উপজেলায় চলছে লকডাউন। জীবননগরে গতকাল বুধবার সকাল ৬টা থেকে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে। আজ তার দ্বিতীয় দিন। এর আগে গত ২০ জুন চুয়াডাঙ্গা পৌরসভা ও শহরতলী আলুকদিয়া ইউনিয়নে ৭ দিনের লকডাউনের আজ ৫ম দিন। আর গত ১৫ জুন দামুড়হুদা উপজেলার ১৪ দিনের লকডাউনের আজ ১০ম দিন।

এসব জায়গায় লকডাউন চলছে নামে মাত্র। কোথাও কোন স্বাস্থ্যবিধি মানার চিত্র চোখে পড়েনি। তবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মানাতে অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় গতকাল বুধবার রাত ১০ টা পর্যন্ত ৮টি মোবাইল কোর্টে ৫২ টি মামলায় ৫৪ জনকে ৭৪ হাজার ৪শ টাকা জরিমানা, ২ জনকে কারাদণ্ড ও ৩০টি ইজিবাইক জব্দ করেছে প্রশাসন। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের তল্লাশী চৌকি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৭ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন, বাসায় আইসোলেশনে আছেন ৬৩৩ জন ও রেফার্ড করা হয়েছে ৪ জনকে।

সক্রিয় রোগীর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৭২ জন, দামুড়হুদা উপজেলার ২০৫ জন আলমডাঙ্গা উপজেলার ৯৪ জন ও জীবননগর উপজেলার ১২৬ জন রয়েছেন। এ পর্যন্ত মোট ১২ হাজার ৫১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৬৬৮ জনের।

এদিকে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৯১ জনের। চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (এমওডিসি) আওলিয়ার রহমান জানান, বুধবার রাতের করোনা প্রতিবেদনে জেলার শতভাগই শনাক্ত হয়েছেন। এদিন নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।