English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১২:৪৩

চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্টুরেন্ট খোলায় জরিমানা

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্টুরেন্ট খোলায় জরিমানা

প্রশাসনের নির্দেশ অমান্য করে রাত ৮টার পর রেস্টুরেন্ট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ৬টি রেস্টুরেন্টকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ জুন) রাত সাতটা থেকে দশটা পর্যন্ত স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জরিমানা দেওয়া রেস্টুরেন্টগুলো হচ্ছে কাজীর দেউড়ির লাইক রেস্টুরেন্ট দারুল কাবাব, রয়েল হাট, দুই নম্বর গেইট এলাকার বারকোড, সুলতান ডাইনসহ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টকে আর্থিক জরিমানা করেছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক কাজির দেউরি ও ২ নাম্বার গেইটে অভিযান চালিয়ে ২ নাম্বার গেইটে সুলতান ডাইনকে ২০০০,বারকোড রেস্টুরেন্টকে ১০০০ টাকা, লাইক রেস্টুরেন্টকে ১০০০ টাকা, রয়েল হাটকে ১০০০ টাক, দারুল কাবাবকে ৫০০ টাকা অর্থদণ্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী লালখান বাজার এলাকার একটি রেস্টুরেন্টকে ১০০০ টাকা অর্থদণ্ড করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক আগ্রাবাদ এলাকায়, মাসুমা জান্নাত জি ই সি মোড় মামনুন আহমেদ অনিক ২ নং গেট ও মুরাদপুর ও ইনামুল হক খুলশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে।যার ফলে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে। গতকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। ৮টার পর খোলা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।