English Version
আপডেট : ২৩ জুন, ২০২১ ১৫:৩৮

ঝিনাইদহে চলছে লকডাউন, নতুন আক্রান্ত ১১৭; মৃত্যু ৭

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে চলছে লকডাউন, নতুন আক্রান্ত ১১৭; মৃত্যু ৭

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ৭৬ ভাগ।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬’শ ৩৮ জনে। এছাড়াও ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন। মোট মৃত্যুর সংখ্যা ৭৫ জন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বুধবার সকাল থেকে জেলার ৬টি উপজেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন, যা আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। 

জেলা প্রশাসক মজিবর রহমান জানান, আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। এ সময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরা ও পরিবহণ। খোলা থাকবে ওষুধের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

তিনি আরও জানান, জেলার ৬টি উপজেলা শহরেই মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সচেতন করা হচ্ছে। বাইরে বের হলে অবশ্যই পরিষ্কার মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যেদের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।