English Version
আপডেট : ২৩ জুন, ২০২১ ১৩:৩১

ফরিদপুরে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
ফরিদপুরে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে ফরিদপুরে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ। আজ বুধবার (২৩ জুন) সকাল ৮ টায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়াও দিনব্যাপী নানা কার্যক্রম রয়েছে ছাত্রলীগের।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিও সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক ইভান রহমান, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিস্বাস অর্ক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব,শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম প্রমূখ।

উল্লেখ্য, দীর্ঘ ৭২ বছরের পথচলা পেরিয়ে ৭৩ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন এ দলটি। নানা চঁড়াই-উৎরাই পেরোনো আওয়ামীলীগ দীর্ঘ পথচলায় কখনো থেমে যায়নি। জয়ের লক্ষ্যে পথচলায় বারবার অদম্যতার প্রমাণ দিয়েছে দলটি।