English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৭:০১

প্রায় ৬ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
প্রায় ৬ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রায় ৬ কেজি গাঁজা সহ বেনাপোল সীমান্ত থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) দুপুরে বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই(৪৩), একই এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিত বিশ্বাস(৩০) ও মৃতঃ রওশন আলীর ছেলে ইদ্রিস আলী(৪০)।

পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে বেনাপোল দিঘীরপাড় গ্রামস্থ বাইপাস সড়কের তিন রাস্তার মুখে পাকা রাস্তার উপর অবস্থান করছে, এমন গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হয়েছে।