English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৫:৫৮

নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

অনলাইন ডেস্ক
নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

নাটোরে বড় হরিশপুর জেলা পুলিশ লাইনের ড্রিল শেডের একটি অনুষ্ঠানে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্রসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান, করোনার এই মহামারিতে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে করোনা দূর্গত মানুষের পাশে দাঁড়াতে।

অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, 'পুলিশ জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত। এই মহামারিতে যার অক্সিজেনের প্রয়োজন পড়বে ফোন করার সাথে সাথে অক্সিজেন পৌছে দেওয়া হবে তার বাড়িতে অথবা হাসপাতালে।' এছাড়াও তিনটি এ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপ ভ্যানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই অনুষ্ঠানে।