English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৩:৫৬

খালে পড়ে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
খালে পড়ে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের একটি ড্রেনের উপর থেকে পড়ে এক যুবক (২০) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই, ২০-২২ বছরের এক যুবক কালভার্ট থেকে খালে পড়ে গেছেন। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদরদফতরের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।’

স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। সকালে তিনি বাসাবো ঝিলপাড় কালভার্টের নিচের ড্রেনের বোতল কুড়াতে গিয়ে পড়ে যান এবং নিখোঁজ হন।