English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৩:৪২

নেত্রকোনার সীমান্ত এলাকায় সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
নেত্রকোনার সীমান্ত এলাকায় সতর্কতা জারি

নেত্রকোনায় করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। জেলায় গত এক মাসের চেয়ে গত রোববার (২০ জুন) পর্যন্ত জুন মাসের ২০দিনে সনাক্তের সংখ্যা ছাড়িয়েছে। জেলার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরে করোনা প্রতিরোধে সতর্কতা হিসেবে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী জেলার দুর্গাপুর ও কলমাকান্দায় করোনা রোগের সনাক্তের সংখ্যা দিনদিন বাড়ছে। রোববার (২০ জুন) জেলায় ১৮ জন রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এক শিশুসহ একই পরিবারের আটজন এবং উপজেলার বিভিন্ন গ্রামে আরও ৬জন রোগী সনাক্ত হয়েছে। এ ছাড়া জেলায় গত মে মাসে ১২৪জন করোনা রোগী সনাক্ত হয়েছিল। চলতি জুন মাসের ২০ দিনে রোববার পর্যন্ত তা বেড়ে ১৩৬ জন হয়েছে। দুই উপজেলায় সতর্কতা হিসেবে সীমান্তবর্তী বাজারগুলোতে সন্ধ্যে ৬টা এবং উপজেলার অন্যান্য স্থানে সন্ধ্যে ৭টার পর সকল দোকাপাট বন্ধ রাখার জন্য গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলার কলমাকান্দা ও দুর্গাপুরে সাধারণ মানুষকে সতর্ক করতে গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। এ ছাড়া সাধারনের চলাচলেও সতর্কতা জারী করা হয়েছে। মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হচ্ছে।