English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৩:৩৬

করোনা সংক্রমণ রোধে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণ রোধে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মঙ্গলবার সকাল থেকে লকডাউনের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী প্রয়োজনে ফেরি চলাচল করছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সাত জেলায় লকডাউন ঘোষণায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। তবে জরুরী প্রয়োজনে ফেরি চলাচল করছে।

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে এসব জেলাসমূহে জনসাধারণ চলাচলসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আগে থেকেই স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।