English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৩:১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় মঙ্গলবার সকালে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর নবীনগর সড়কে লকডাউন ঘোষণা করায় গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে হাইওয়ে পুলিশ।

সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোরা ও কালিয়াকৈর-নবীনগর সড়কে নন্দন পার্ক এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। যাতে করে কোনো যাত্রীবাহী যানবাহন চলাচল করতে না পারে। 

গাজীপুরের হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ খান সরাসরি বিষয়টি মনিটরিং করছেন। এছাড়াও হাইওয়ে পুলিশ সরকারি আদেশ বাস্তবায়ন করতে রাস্তায় কাজ করছেন। তবে অনেক জায়গায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয় করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাজ করে যাচ্ছে।