English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১২:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতা গ্রেফতার

হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর ইউনিয়ন সভাপতি মো. মনির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া মনির মিয়া তাণ্ডবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। নিহত হন অন্তত ১৫ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫টি মামলায় ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।