English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১১:৫৪

চাঁপাইনবাবগঞ্জে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের আড়াই’শ শয্যার জেলা হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ৫৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। 

এরমধ্যে আরটিপিসিআর ল্যাব. র‌্যাপিড এন্টিজেন টেষ্ট ও জিন এক্সপার্টে ৩৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের ১৩.৫২ শতাংশ। 

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আড়াই’শ শয্যার জেলা হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। আর জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছে এবং জেলায় এ পর্যন্ত মোট ৩৬২৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ২২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১১৩ জন।