English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১১:১০

মুন্সীগঞ্জের সর্বাত্মক কঠোর লকডাউন পালন

অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জের সর্বাত্মক কঠোর লকডাউন পালন

করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়াতে ঢাকার আশপাশের ৭ টি জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এরমধ্যে মুন্সীগঞ্জ জেলায় কঠোর লকডাউন চলবে বলে জানান জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

গতকাল রাতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি বৈঠক শেষে তিনি জানান, (২২ জুন) সকাল ৬ টা থেকে (৩০ জুন) মধ্যরাত পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। জরুরী পরিসেবা ছাড়া কোন ধরনের যানবাহন চলবে না। মুন্সীগঞ্জ থেকে কোন মানুষ বাইরে যাবে না, তেমনি বাইরের থেকে কোন মানুষ মুন্সীগঞ্জ ঢোকতে পারবেনা। এরুপ নির্দেশনা প্রতিটি উপজেলায় দেওয়া হয়েছে।

তাছাড়া, জেলার ১০ টি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে মাঠে মেজিস্ট্রেটও থাকছে। জেলার লঞ্চ টার্মিনাল থেকে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুধু এম্বুলেন্স ও জরুরী পন্য পরিবহনের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি সীমিত পরিসরে চলাচল করচবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঘাটের সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে এম্বুলেন্স ও জরুরী সেবার যানবাহনসহ পন্যবাহী যানবাহন পারাপারের জন্য সীমিত পরিসরে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে। বতর্মানে ঘাট এলাকায় ওপারে যাবার অপেক্ষায় ৭০ থেকে ৮০ টি পন্যবাহী ট্রাক রয়েছে।