English Version
আপডেট : ২১ জুন, ২০২১ ১৫:৪৬

সিংড়ায় চুরি হওয়া ৪৪৪ মণ ধান বগুড়ায় উদ্ধার

অনলাইন ডেস্ক
সিংড়ায় চুরি হওয়া ৪৪৪ মণ ধান বগুড়ায় উদ্ধার

নাটোরের সিংড়ায় চুরি হওয়া ৮০ কেজি ওজনের ২২২ বস্তা ধান রবিবার সন্ধ্যায় বগুড়ার ধুনট থেকে উদ্ধার করা হয়েছে। ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকার সুমন ঘোষ নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ধান ভর্তি বস্তাগুলো উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।

এর আগে গত ৬ জুন রাতে নাটোরের সিংড়ার চৌগ্রাম এলাকা থেকে ধান বোঝাই একটি ট্রাক ছিনতাই করে ধুনট এলাকায় নিয়ে আসে ছিনতাইকারীরা। ব্যবসায়ী সুমন ঘোষ এলাঙ্গী গ্রামের অমল ঘোষের ছেলে। ধান উদ্ধারকালে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিংড়া থানা সূত্রে জানা গেছে, নওগাঁ রানীনগর এলাকার মোজাম্মেল হক ৬ জুন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৪০ বস্তা ধান ট্রাকে বোঝাই করে নাটোরের বড়াইগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ৬ জুন রাত ১০টার দিকে সিংড়ার চৌগ্রাম এলাকায় পৌঁছে। এসময় ছিনতাইকারীরা ট্রাকের গতিরোধ করে ধান বোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।এ ঘটনায় ওই রাতেই ব্যবসায়ী মোজাম্মেল হক সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ৭ জুন রাতে বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ট্রাকটি জব্দ করে। এরপর এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিংড়া এলাকার ইয়াছিন ও রানীনগর এলাকার মন্টু মিয়াকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় সুমন ঘোষের গুদাম থেকে ধান ভর্তি বস্তা উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ব্যবসায়ী সুমন ঘোষ পলাতক রয়েছে।

সোমবার সকালে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুরো চক্রটিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ধান উদ্ধারের জন্য আমরা সিংড়া থানা পুলিশকে সহযোগীতা করছি। উদ্ধারকৃত ধানের বস্তা সিংড়া পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।