English Version
আপডেট : ২১ জুন, ২০২১ ১৪:৩০

বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক
বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস চাপা ইছহাক মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছহাক মোল্লার বাড়ি উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, নিহত ইছহাক মোল্লা বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থল দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।