English Version
আপডেট : ২০ জুন, ২০২১ ১৭:০২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজ ও গাঁজা বহনকারী পিকআপসহ দুই ব্যক্তিকে আটক করেছে আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ি। 

রবিবার সকাল ১১টার দিকে পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর খেলার মাঠের রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর ভাটিরপাড়ার মৃত আজিজুল হকের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের মৃত লাবু মিয়ার ছেলে শাহআলম (৩৮)।আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিকআপে থাকা কাঠের গুড়ার বস্তাতে অভিনব কায়দায় ৪০ কেজি গাঁজা নিয়ে আউলিয়া বাজার হইতে চম্পকনগরেরর দিকে যাওয়ার পথে ভিটিদাউদপুর খেলার মাঠের পার্শ্বে পিকআপ ও পিকআপে থাকা ডাইভারসহ দুইজনকে আটক করা হয়।

বিজয়নগর থানার চলতি দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহম্মেদ ৪০ কেজি গাঁজা ও দুইজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।