English Version
আপডেট : ২০ জুন, ২০২১ ১৬:৫৮

পঞ্চগড়ে আরও ৯ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে আরও ৯ জনের করোনা শনাক্ত

দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বাড়ছে করোনা সনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, তেতুঁলিয়ায় ২ জন এবং দেবীগঞ্জে ১ জনের করোনা সনাক্ত হয়।

গত ১৬ ও ১৭ জুন দুইদিনে ৪৭ টি নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ এর মধ্যে ৩২টি নমুনা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেষ্ট পরীক্ষায় ছয় জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বাকি ১৫ জনের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর রোববার (২০ জুন) পঞ্চগড় ফলাফল আসে ৯ জনের করোনা পজেটিভ। জেলায় ৪৭টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ১৪ শতাংশ। এ বছরে এ পর্যন্ত মোট ১২২ জন এবং চলতি মাসে মোট ৫০ জনের করোনা সনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৮০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সাথে সাথে ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয় । এর মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন টেষ্ট পরীক্ষা করা হয়েছে কিছু নমুনা। পিসিআর ল্যাব ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার পর ৫ হাজার ৭শত ৮১ জনের ফলাফল এসেছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৯১ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৫৫ জন, তেতুঁলিয়ায় ১০১ জন, আটোয়ারীতে ১২৩ জন, বোদায় ১৪৩ জন এবং দেবীগঞ্জে ১৬৯ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৮২১ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩১৪ জন, তেতুঁলিয়ায় ৯৩ জন, আটোয়ারীতে ১১৫ জন, বোদায় ১৩৮ জন এবং দেবীগঞ্জে ১৬১ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ২০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, তেতুঁলিয়ায় ০১ জন, আটোয়ারীতে ০২ জন, বোদায় ০২ জন এবং দেবীগঞ্জে ০৪ জন। হোম আইসোলেশনে আছে ৫০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩০ জন, তেতুঁলিয়ায় ৭ জন, আটোয়ারীতে ৬ জন, বোদায় ৩ জন এবং দেবীগঞ্জে ৪ জন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান জানান, চলতি সপ্তাহের শুরু থেকে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা সনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। এর আগে পরীক্ষা এবং সনাক্ত তেমন ছিল না। চলতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার (১৬ জুন) এবছরের সর্বোচ্চ ১২ জনের করোনা সনাক্ত হয়। এর আগে সপ্তাহে ১০/১২ জনের নমুনা পরীক্ষা করে দুই একজন করে রোগী সনাক্ত হতো।বর্তমানে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা আক্রান্ত সনাক্ত দুটিই বৃদ্ধি পেয়েছে। তবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। আমরা নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানোর পর সেখান থেকে আবারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সেখান থেকে তারা জানাবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কিনা।

তিনি আরো জানান, সর্দি, জ্বর, কাশি বা অন্য কোন উপসর্গ দেখা দিলেই সকলকে করোনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। এখানে কোন আইসিইউ নেই। তবে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত জনবল এবং অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন, সুস্থ আছেন। এজন্য সকলকে নিয়মিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।