English Version
আপডেট : ২০ জুন, ২০২১ ১৫:২৮

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৫

অনলাইন ডেস্ক
কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৫

কক্সবাজারের পেকুয়ায় সানলাইন পরিবহন নামের দুই বাসের সংঘর্ষে ছাবের আহমেদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। রবিবার (২০ জুন) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-পেকুয়া সড়কের বারবাকিয়ার কাদিমাকাটা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাবের আহমেদ কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘোপের মৃত শেয়ার উল্লাহর ছেলে।

আহতরা হলেন- কুতুবদিয়ার নজির আহমেদের ছেলে জামাল হোসেন (৩০), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আজম (২২), মৃত ওলামিয়ার ছেলে মোক্তার হোসেন (৪০), নুরুল আলমের মেয়ে ফরিদা বেগম (৩০), সিকদার পাড়ার আমিন উল্লাহর ছেলে মোহাম্মদ বাবু (২৫), রাহাজান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাজ্জাদ (২৩), কামাল হেসেনের ছেলে শহীদুল ইসলাম (৪৫), গোয়াখালীর আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ বাদশা (৩০), সাতকানিয়ার হাফিজুর রহমানের ছেলে মাহমুদুল আক্তার (৩০), সিকদার পাড়ার আমিন উদ্দীনের স্ত্রী রওশন আরা (৫৫), চকরিয়ার মৃত কৃষ্ণচন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্রনাথ (৪০) ও কুতুবদিয়া লেমসিখালীর জাবের আহমেদের ছেলে মামুনুর রসিদ (২৮)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা পুলিশ টিম প্রধান উপ-পরিদর্শক নাজমুল হোসেন ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।