English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১৮:৩১

যবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তার করোনা পজিটিভ, বিশ্ববিদ্যালয় লকডাউন

অনলাইন ডেস্ক
যবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তার করোনা পজিটিভ, বিশ্ববিদ্যালয় লকডাউন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুজন শিক্ষকসহ মোট আটজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে।

আক্রান্তরা হলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন যবিপ্রবি ছয়জন কর্মকর্তা, কর্মচারী। তারা হলেন, যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী  সুমন হোসেন, কুক মারুফ হোসেন ও পাম্প অপারেটর হাফিজুর রহমান। অর্থ দপ্তরের হাবিবুর রহমান ও ডরমেটরির শরিফুল ইসলাম গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।