English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১৮:১৫

আড়াইশ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

অনলাইন ডেস্ক
আড়াইশ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ের সদরে আড়াইশ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ জুন) উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবররাজধানীতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারমেয়াদোত্তীর্ণের ৫ বছর পর ঠাকুরগাঁও ছাত্রলীগের কমিটি বিলুপ্তপ্রথম স্ত্রীর বাসা থেকেই উদ্ধার হন ত্ব-হা: পুলিশজেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মোসাব্বেরুল হক বলেন, ওই গ্রামের কালি কুমারের (৫৫) বাড়িতে একটি বিষ্ণু মূর্তি রয়েছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। শনিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ২৫০ কেজি ওজনের ৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যের, ২ ফুট ১ ইঞ্চি প্রস্থের একটি মূতি উদ্ধার করা হয়।

তিনি বলেন, মূতিটি কিসের তা সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে যাচাই-বাছাই করছি।