English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১৮:০৭

৩৫০ বাল্যবিয়ে বন্ধ করেছেন তিনি

অনলাইন ডেস্ক
৩৫০ বাল্যবিয়ে বন্ধ করেছেন তিনি

সিরাজগঞ্জের তিন উপজেলায় দায়িত্ব পালনকালে মোট ৩৫০টি বাল্যবিয়ে বন্ধের দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমার। এর স্বীকৃতিস্বরূপ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান।

তিনি চৌহালী উপজেলায় নির্বাহী, সদর উপজেলায় ভূমি কর্মকর্তা ও বেলকুচিতে নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। বেলকুচিতে ১০০টি, চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি বিয়ে বন্ধ করেন তিনি। তিনটি উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন।

সর্বশেষ গতকাল শুক্রবার রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। শিগগিরই বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।