English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১৬:১১

চুয়াডাঙ্গায় এক ঘণ্টার ব্যবধানে এক নারীসহ দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় এক ঘণ্টার ব্যবধানে এক নারীসহ দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ঘণ্টার ব্যবধানে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭৯ জনে দাঁড়াল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ জানান, গত ১৩ জুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে শুকুর আলী (৭০) জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হন। ওই দিন সংগৃহীত নমুনায় পরদিন তার করোনা শনাক্ত হয়। শনাক্তের পর শুকুর আলীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ শনিবার ( ১৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে গত ১২ জুন চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত আনিসুর রহমান ওরফে পচার স্ত্রী সালেহা বেগম (৭০) জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ বিভিন্ন সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়েলো জোনে ভর্তি হন তিনি। ১৪ জুন সংগৃহীত নমুনায় ১৬ জুন তার করোনা শনাক্ত হয়। শনাক্তের পর সালেহা বেগমকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য-গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও রেকর্ডসংখ্যক ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের এক দিনের সর্বোচ্চ রেকর্ড এটি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৩ জনে দাঁড়াল।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়াল। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৭০ জনের ও জেলার বাইরে ৯ জনের।