English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১৫:৪২

রাজাপুরে ইউপি নির্বাচন, নুরুন্নাহার বেগমের ব্যাপক প্রচারনা

অনলাইন ডেস্ক
রাজাপুরে ইউপি নির্বাচন, নুরুন্নাহার বেগমের ব্যাপক প্রচারনা

ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সোমবার (২১ জুন) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ সামনে রেখে বেশ ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। উপজেলায় ৬টি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীদের পাশাপাশি পুরুষ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার প্রচারনায় ব্যস্ত।

রাজাপুর সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ২বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার বেগম (নিরু মোল্লা) বর্তমানেও ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে তার নির্বাচনী এলাকায় ব্যাপক পরিসরে প্রচার প্রচারনা চালাচ্ছেন। রোধ বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দাড়প্রান্তে গিয়ে তার “বই” মার্কায় ভোট প্রার্থনা করছেন।

ভোটাররা বিগত ১০ বছরের ন্যায় এবারও তার “বই” মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এবং পত্র পত্রিকায়ও চলছে তার নির্বাচনী প্রচারনা।

ভোটাররা জানান, নুরুন্নাহার বেগম (নিরু মোল্লা) কে বিগত দিনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ২ বারের মহিলা ইউপি সদস্য নির্বাচিত করেছি। তার ভালোবাসা ও আন্তরিকতায় আমরা মুগ্ধ। বিগত ১০ বছরে তিনি আমাদের এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যানে সর্বদা কাজ করেছেন। আমরা যে কোন প্রয়োজনে যত বারই তাকে ডাক দিয়েছি তাকে পাশে পেয়েছি। এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য জনগনের কাছে বেশ জনপ্রিয় তিনি।

তার মত সৎ, যোগ্য ও আস্থাভাজন একজন জনপ্রতিনিধি আমাদের বার বার দরকার। আগামী ২১ জুন (সোমবার) আমাদের ভোট দিয়ে নুরুন্নাহার বেগম (নিরু মোল্লা)কে বিপুল ভোটে নির্বাচিত করতে চাই। বর্তমানে প্রার্থী এবং তার সমর্থকরা দিন থেকে রাত অবদি নির্বাচিত এলাকায় ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে “বই” মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছেন।

এ বিষয়ে নিরু মোল্লা সাংবাদিকদের জনান, মহান আল্লাহ্ তায়ালার উপর ভরসা রেখে জনগনের দোয়া ও ভালোবাসায় বিগত ১০ বছর তাদের সুখে, দুঃখে সর্বদা পাশে ছিলাম। সামনের দিনে যদি জনগন আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন তবে সর্বদা পাশে থাকব। ইনশাআল্লাহ্ যেখানে প্রচারনায় যাচ্ছি মানুষের দোয়া ও ভালোবাসা-সহ ব্যাপক সাড়া পাচ্ছি।

তিনি আরও জানান, মানবতার মা ও নারী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বপ্ন বাস্তবায়নে আমার নির্বাচিত এলাকায় মাদক, দূর্নীতি, বাল্য বিবাহ মুক্ত ও এলাকার সার্বিক উন্নয়নে সবর্দা কাজ করে যাব। আমি আশা করছি জনগন তাদের দোয়া ও মূল্যবান ভোট “বই” মার্কায় দিয়ে আগামী ২১ জুন বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবেন।