English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১১:৩৯

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের হার কমলেও মৃত্যু অপরিবর্তিত

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের হার কমলেও মৃত্যু অপরিবর্তিত

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের হার কমলেও মৃত্যু অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন মারা গেছে।

এরমধ্যে জেলা হাসপাতালে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১০২ জনের মৃত্যু হলো।

অন্যদিকে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১২ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৬৬ শতাংশ।এর আগে বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিল ৭৫ জন। সেদিন নমুনা পরীক্ষার মোট গড় শনাক্তের হার ছিল ১৮.৯৮ শতাংশ।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে জেলায় এ পর্যন্ত মোট ৩৪০৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ২০১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছে ১০২ জন।