English Version
আপডেট : ১৭ জুন, ২০২১ ১২:০৭

বগুড়ার বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রী নিহত

অনলাইন ডেস্ক
বগুড়ার বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রী নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় শাহ আলী (৫৫) নামের এক কাট মিস্ত্রী বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০টায় মধ্যভাগ গ্রামের এ ঘটনাটি ঘটে। নিহত শাহ আলী সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের আজিজুল হকের ছেলে। এলাকাসী সুত্রে জানাযায়, সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের আব্দুল খালেকের দোতলা বাড়ীর ছাদের উপর টিনের ঘরের কাজ করছিল। বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুৎের মেইন লাইনের সংযোগ থাকায় অসতর্কভাবে তারের সঙ্গে হাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমরা কোন অভিযোগ পায়নি। পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।