English Version
আপডেট : ১৭ জুন, ২০২১ ১০:২৮

বাড়ছে করোনার ভয়াবহতা, খুলনা ও রামেকে ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বাড়ছে করোনার ভয়াবহতা, খুলনা ও রামেকে ১৭ জনের মৃত্যু

দেশে প্রতিদিন বেড়ে চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের যেসব জেলা সবচেয়ে বিধ্বস্ত হয়েছে তার মধ্যে অন্যতম রাজশাহী ও খুলনা। এদিকে গেল ২৪ ঘণ্টায় জেলা দুটোতে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় মারা গেছে ৭ জন এবং রাজশাহীতে মৃতের সংখ্যা ১০। আজ বৃহস্পতিবার (১৭ জুন) জেলা দুটোর স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানা যায়।

করোনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় খুলনায় প্রতিদিনই বাড়ছে রোগী। ফলে হাসপাতালে বেড মিলছে না। রোগী ভর্তি থাকছে ধারণ ক্ষমতার বাইরে। প্রতিদিন গড়ে ১০০ শয্যার করোনা হাসপাতালে ১৩০ থেকে ১৫৪ জন পর্যন্ত রোগী ভর্তি থাকছেন। এ কারণে নিতে হচ্ছে ফ্লোরে চিকিৎসা।

এদিকে, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুলনার করোনা হাসপাতালকে ১০০ থেকে ৩০টি শয্যা বাড়িয়ে ১৩০ শয্যায় উন্নীত করেছেন। এছাড়াও খুলনায় আরও ৭০ শয্যা বিশিষ্ট নতুন আরেকটি করোনা ইউনিটও চালুর জোর প্রস্তুতি শুরু হয়েছে। খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপাতালে (সদর) ৭০ শয্যার করোনা ইউনিট চালু হচ্ছে আগামী সপ্তাহে।

অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ১০ জন মারা যান। তাদের মধ্যে ৩ জন করোনায় এবং ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১০ জনের মধ্যে ৭ জনেরই বাড়ি রাজশাহী জেলায়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনা সংক্রামণের হার বাড়ায় রামেক হাসপাতালে দেখা দিয়েছে তীব্র বেড সংকট। সংকট মোকাবিলায় প্রতিটি করোনা ওয়ার্ডে এরইমধ্যে অতিরিক্ত বেড দেওয়া হয়েছে। এর পরও বেড সংকুলান না হওয়ায় অনেক রোগীকে মেঝেতে রাখা হচ্ছে। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি এসব রোগীদের সিলিন্ডারের মাধ্যমেও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তবে তাও চাহিদার তুলনায় অনেক কম।