English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৭:৩২

মোহনগঞ্জে তিন ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ

অনলাইন ডেস্ক
মোহনগঞ্জে তিন ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ

টাকা লুট করে নিতেই তিন হাঁস ব্যবসায়ীকে নেত্রকোনার মোহনগঞ্জে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত সাত জুন উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের নতুন পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- উপজেলার মধুপুর (মানশ্রী) গ্রামের নয়ন মিয়া (৪০), জজ মিয়া (৪৫) ও হারেছ মিয়া (৫২)। 

তাদের মধ্যে নয়ন মিয়া ও হারেছ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ রেফার্ড করা হয়েছে। আর জজ মিয়া নামের একজনকে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা নিয়ে তিনি মঙ্গলবার (১৫ জুন) বাড়ি ফিরেছেন বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবির সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে মোহনগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিঙ্গাপোতা হাওর পাড়ে মধুপুর গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এ নিয়ে দুই পক্ষের ঝগড়া হলে স্থানীয়রা মীমাংসা করে দেন। এরই জেরে গত সাত জুন এক পক্ষ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মধুপুর গ্রামের মানশ্রী নামক বাজারে হাঁস বিক্রিকালে অপর পক্ষের তিনজন ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এসময় তাদরে কুপিয়ে জখম করে তাদের সাথে থাকা একলক্ষ বিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত নয়ন মিয়ার ভাই আব্দুল মালেক বাদি হয়ে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানশ্রী গ্রামের সোহেল মিয়া, হাসিম মিয়া, দানা মিয়া ও রুবেল মিয়াকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

এদিকে মামলার আসামি সোহেল মিয়ার ভাই রাসেল মিয়া বাদি হয়ে সোমবার রাতে অপর পক্ষের বিরুদ্ধে উল্টো হামলার অভিযোগ এনে ছয় জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, দুই পক্ষই মামলা দায়ের করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।