English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৬:১৭

চিরিরবন্দরে মাটির দেয়াল চাপায় স্কুলছাত্রী নিহত

অনলাইন ডেস্ক
চিরিরবন্দরে মাটির দেয়াল চাপায় স্কুলছাত্রী নিহত

নিজ বাড়ির মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে দিনাজপুরের চিরিরবন্দরে সুমাইয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমাইয়া খাতুন (১১) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের বিত্তিপাড়ার আজিজুল হকের মেয়ে এবং রাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সুমাইয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সুমাইয়া ঘরের মধ্যে প্রবেশ করলে তাদের পুরাতন ঘরের মাটির দেয়াল ধসে পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, আলোকডিহি ইউপি চেয়ারম্যান মাহমুদা ইসলাম শেফালী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।