English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৫:৫৫

তালতলীতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ভস্মীভূত

অনলাইন ডেস্ক
তালতলীতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ভস্মীভূত

বরগুনার তালতলীতে আগুনে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শারিকখালি ইউনিয়নের কচুপাত্রা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে তিনদিন ধরে বন্ধ একটি কসমেটিক্সের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন বলেন, যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা তৈরি করে সহযোগিতা করা হবে। আর আশা করছি আগামী মাসেই তালতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করা হবে।ফায়ার সার্ভিসের অফিসার মো. মামুন জানান, সড়ক খারাপ থাকায় ঘটনাস্থলে আসতে সময় লেগেছে। আর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।