English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৫:১৪

বকশীগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় কিশোর আটক

অনলাইন ডেস্ক
বকশীগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় কিশোর আটক

জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকা থেকে সুমন মিয়া (১৬) নামে এক ভারতীয় কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা।   

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, মঙ্গলবার ভোরের দিকে বকশীগঞ্জ সীমান্তের ধানুয়া কামালপুর এলাকায় অপরিচিত এক কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের তত্বাবধানে ইউনিয়ন পরিষদে রাখা হয়। আটক ওই কিশোর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ী জেলার সদর থানার এসপচপাড়া গ্রামের তালেব মিয়ার ছেলে। 

ওসি শফিকুল ইসলাম সম্রাট আরও জানান, বিষয়টি জানার পর আজ দুপুরে ওই কিশোরকে থানায় আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।