English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৩:৪১

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকা থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর রূপনগর এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদি হাসান (৩২), একই উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার শাহজাহানের ছেলে শফিক উদ্দিন (৩১), একই উপজেলার জানেরচালা এলাকার মৃত  জালাল উদ্দিনের ছেলে আশরাফুল (২৮)।

কালিয়াকৈর থানা (এসআই) আনিসুর রহমান জানান, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় সোমবার রাতে ডাকাতির প্রস্তুতি চলছিল- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেন। পরে তিন ডাকাতকে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেন।