English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৩:০৩

কালিয়াকৈরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে সোমবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার কাসেম আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২) ও একই এলাকার সানু মোল্লার ছেলে রফিক উদ্দিন (৩০)।

কালিয়াকৈর থানার (এসআই) আনিসুর রহমান জানান, কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহিদুল রফিক উদ্দিনকে গ্রেফতার করে। পরে ওই দুই মাদক ব্যবসায়ীকে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেন।