English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১২:০২

করোনা সংক্রমণ বাড়ায় দামুড়হুদার আরও ১০ গ্রামে বিধি-নিষেধ আরোপ

অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণ বাড়ায় দামুড়হুদার আরও ১০ গ্রামে বিধি-নিষেধ আরোপ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী আরও ১০ গ্রামে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এ নিয়ে উপজেলার ১৭ গ্রামে বিধি-নিষেধ আরোপ করা হলো।

বিধি-নিষেধ আরোপ করা গ্রামগুলো হলো, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর, নাস্তিপুর, ঝাঁঝাঁডাঙ্গা, ছোট বলদিয়া, বড় বলদিয়া, বাড়াদি, কামারপাড়া, চাকুলিয়া, ঠাকুরপুর ও ফুলবাড়ি।

সভায় জানানো হয়, সম্প্রতি দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে আশংকাজনকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।সংক্রমিত এলাকাগুলো থেকে করোনাভাইরাস অন্য এলাকায় যাতে ছড়াতে না পারে সে লক্ষে এসব এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

জরুরী সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু।